উজিরপুরে ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন

উজিরপুর প্রতিনিধি
দক্ষিণ বাংলা বুধবার, ১৭ মার্চ, ২০২১
উজিরপুরে ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন

বরিশালের উজিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধাদের পৃথক পৃথক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ ভোরে মডেল থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন। সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন তারা।

সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুসহ নেতৃবৃন্দ। পরে বিশাল আকারের কেক কেটে জন্মদিন পালন করে আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভা, মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্স মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে সরকারি ডব্লিউ বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতা, রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD