উপকূলে সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা শনিবার, ১৩ আগস্ট, ২০২২
উপকূলে সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

উপকূলীয় সব মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ক্যাবের সমন্বয়কারী রনজিত দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন ক্যাবের নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, এন.ভি.এস. এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সমাজসেবক মশিউর রহমান বাবু, সিডিপি’র সমন্বয়কারী মো. রাশেদ, ইব্রাহিম হামিদ মাসুম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট। ফলে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাপনে পানি সংকটের নেতিবাচক প্রভাব রয়েছে। প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত, নদীর নাব্যতা হ্রাস, ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, মাটি-পানির লবণাক্ততা বৃদ্ধিসহ মানুষ সৃষ্ট কারণে এ সংকট দেখা দিয়েছে। যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই সংকট উত্তরণে বাঁধা হিসেবে রয়েছে রাজনৈতিক সদিচ্ছার অভাব, দুর্বল নীতি বাস্তবায়ন এবং মনিটরিং, অপ্রতুল বরাদ্দ, জবাবদিহিতার অনুপস্থিতি এবং জনঅংশগ্রহণের অভাব। অবিলম্বে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে জনগণের জন্য সুপেয় পানি পাওয়ার অধিকার নিশ্চিতের দাবি জানান তারা।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD