করোনার লক্ষণ নিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শনিবার, ১০ এপ্রিল, ২০২১
করোনার লক্ষণ নিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

শারমিন আক্তার রিমা নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কিছুদিন ধরে তিনি জ্বর-শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন।

শনিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় নিজ বাড়িতে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পূর্বকান্দাইল গ্রামে। শনিবার জানাজা শেষে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

‘ডিজেবল স্টুডেন্ট অ্যাসোসিয়েশ’ চবির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, সপ্তাহখানেক ধরে রিমা জ্বরে আক্রান্ত ছিলেন। তবে অন্য কোনো রোগ ছিল না। দরিদ্র হওয়ায় হাসপাতালে ভর্তি বা ভালো চিকিৎসক দেখানোর সুযোগ হয়নি তার। শনিবার ভোরে বাড়িতেই তার মৃত্যু হয়।

শারমিন আক্তার রিমার বড় ভাই ফাইজুল হক বলেন, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় আমরা কয়েক দিন ধরে তাকে বাড়িতেই চিকিৎসা দিচ্ছিলাম। সে যথেষ্ট সুস্থবোধ করছিল। গতকাল হঠাৎ শ্বাসকষ্ট ও রক্তবমি হয়ে স্বাস্থ্যের অবনতি ঘটলে শনিবার সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু এর আগেই সে মৃত্যুবরণ করে।

দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনজনই শারীরিক প্রতিবন্ধী। তাদের বাবা নেই।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD