গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫,

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের গাইনেরপাড় নামক স্থানে মঙ্গলবার দুপরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতরভাবে আহত মূমূর্ষ অবস্থায় ১২ জনকে বরিশাল শের ই বালা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা-বরিশাল মহা-সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া জানান, বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামি বিআরটিসিবাস ঢাকা মেট্রোব-১১-১২৪৪ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বামনাগামি বিএমএফ লিয়ন পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-০৬৭৫ মুখোমুঠি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাস দুমরে মুচড়ে যায়।

সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়। গুরুতরভাবে আহত ১২ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতরা হলেন, মুলাদি উপজেলার নাজিরপুর গ্রামের তামান্না (২২), হনুফা বেগম (২৫) নওগা জেলার শাহাজাতপুর সদরের মুকুল (৩২) আগৈলঝাড়া উপজেলা রত্নপুর গ্রামের সঞ্জয় দাস (৩০) ও গৌরনদীর বিল্লগ্রাম গ্রামের আনোয়ারা বেগম (৬৫), উজিরপুরের বরাকোঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির (৭০)তারস্ত্রী আনোয়ারা বেগম (৬০)পটুয়াখালি গলাজিপার আমখোলা গ্রামের আব্দুর রহিম সিকদার (৬০), গৌরনদী সদরের সুমা ঘোষ (২৭)বিআরটিসি বাসের সুপারভাইজার কুষ্ঠিয়া জেলার নওগা শাবুগিয়া গ্রামের শাহাবুব হোসেন (৩৬), ঝালকাঠি কৃঞ্চখালি গ্রামের আলম হোসেন (৪৫) ।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, দূর্ঘটনার কারনে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD