জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে উপজেলা হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে উপজেলা হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ

বাঙালী জাতির মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে উপজেলা হাসপাতালের উদ্যোগে বৃক্ষরোপন, আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা হাসপাতালের অফিস কক্ষে ডাঃ বখতিয়ার আল মামুন এর সভাপতিত্বে উপজেলা হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন করে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মামুন মোল্লা, ডাঃ সৈকত জয়ধর, ডাঃ হাফিজুর রহমান দিপু, ডাঃ সাবিনা আফরোজ, ডাঃ অনামিকা রায়, ডাঃ ফয়সাল ফাহাদ চৌধুরী, ডাঃ জাহেদ হোসেন, ডাঃ রাজু বিশ্বাস, নার্স মৃদুলা কর, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মিজানুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার, ষ্টোরকিপার শাহ আলম, প্রধান অফিস সহকারী মিজানুর রহমান সিকদারসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির পিতাসহ ১৫আগষ্ট এবং দেশের জন্য যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের স্মরণে দাড়িয়ে নীরবতা পালন শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সু-স্বাস্থ্য কামনাসহ দেশ ও জাতির অগ্রগতি কামনা করে যোহর বাদ হাসপাতাল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রেজওয়ান।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD