টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্প : ৭ দিনে চিকিৎসা পেল ৭২৩৪

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পেশাজীবী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাত দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সাতদিনে ৭ হাজার ২৩৪ জন রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়েছেন। পাশাপাশি তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করেছে সংগঠনটি।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্বাচিপের সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের সমাপনী দিনের কর্মসূচি শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ৭০৯ জন রোগীকে এ হেলথ ক্যাম্প থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দেওয়া হয়।

স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্পে সংশ্লিষ্ট সব শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, গোপালগঞ্জের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে চিকিৎসা নিতে আসা মানুষকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গত সাত দিন ধরে তাদের স্কুল ফ্রি হেলথ ক্যাম্পে আমরা ব্যবহার করেছি।

তিনি বলেন, গত সাতদিনে ১০টি বুথে ৪৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক আগত ৭ হাজার ২৩৪ জন রোগীকে সেবা দিয়েছেন। বিগত দিনে ডেঙ্গু ও গত দুই বছর করোনাভাইরাস মহামারির সময়ে স্বাচিপের হাজার হাজার নেতাকর্মী জীবন বাজি রেখে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।

স্বাচিপ মহাসচিব আরও বলেন, স্বাচিপের নেতাকর্মীরা বিগত দিনের মতো সামনের দিনগুলোতে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে। সর্বোপরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশিত সব কর্মসূচি পালন করতে প্রস্তুত রয়েছে স্বাচিপ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৯ মার্চ সকাল ১০টায় স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের উপস্থিতিতে প্রধান অতিথি হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজুলুল করিম সেলিম।

এদিন বিভিন্ন বিভাগের দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩ জন রোগী চিকিৎসা পরামর্শ দেন এবং তাদের মধ্যে বিনামূল্যে ওষধ দেওয়া হয়। দ্বিতীয় দিনে ৮৮৯ জন রোগী সেবা নিয়েছেন। তৃতীয় দিনে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ১ হাজার ৬৪৩ জন রোগী সেবা নিয়েছেন। কর্মসূচির ৪র্থ দিনে ১ হাজার ১৪৮ জন রোগী সেবা নিয়েছেন। সপ্তাহব্যাপী চলা এ কর্মসূচির ৫ম দিনে ১ হাজার ২২৫ জন রোগী সেবা নিয়েছেন। ষষ্ঠ দিনে ১ হাজার ১২৮ জন রোগী সেবা নিয়েছেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD