তেঁতুলিয়ার ভাঙ্গনে দিশাহারা গ্রামবাসীর মানববন্ধন

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা শনিবার, ৮ অক্টোবর, ২০২২

উত্তাল তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে দিশাহারা হয়ে পড়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫ গ্রামের মানুষ।নাজিরপুর ইউনিয়নের কচুয়া , বড় ডালিমা , ছোট ডালিমা, নিমদী ও রায় তাঁতেরকাঠী গ্রামের প্রায় ১৫ কি.মিটার এলাকা ভাঙ্গন মুখী হওয়ায় ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি,শত শত ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ঐতিহাসিক গুরুত্বপূর্ন সব স্থাপনা। ফলে দিনদিন পাল্টে যাচ্ছে এ ইউনিয়নের মানচিত্র। ভাঙ্গনের কবলে পড়া অসহায় মানুষগুলো স্থান নিয়েছেন রাস্তার পাশে কিংবা পরিত্যাক্ত কোন স্থানে। ভূমিহীন এ সব পরিবার এখন মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া ভাঙ্গনের ঝুকিতে রয়েছে নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধান্দী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধান্দী ফাজিল মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ভবন, দক্ষিন ধান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় , কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স। তাই ভাঙ্গন প্রতিরোধে টেকসই প্রকল্প গ্রহনের দাবিতে তেঁতুলিয়ার পাড়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন ভুক্তভোগী ওই ৫ গ্রামবাসী। আজ শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত দীর্ঘ ৩ কি.মিটার নদীর পাড় জুড়ে এ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন নাজিরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম মহসীন, নাজিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, বিশিষ্ট্য ব্যবসায়ী মো, আবুল হোসেন মীর ও মো. সেলিম মাতুব্বর প্রমুখ। বক্তারা সরজমিনে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে নদী ভাঙ্গন রোধে টেকসই প্রকল্প গ্রহন করে তেঁতুলিয়া পাড়ের অসহায় মানুষদের রক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে দাবি জানান।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD