দল মনোনীত ব্যক্তির পক্ষে কাজ না করলে কঠোর ব্যবস্থা : হাসানাত

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
দল মনোনীত ব্যক্তির পক্ষে কাজ না করলে কঠোর ব্যবস্থা : হাসানাত

আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে যাকে নৌকার মনোনয়ন দেওয়া হবে তাকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে যে কাজ করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। দেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াদুদ সরদার, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি প্রমুখ। আলোচনা শেষে মুক্তিযোদ্ধার হাতে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড তুলে দেন আবুল হাসানাত আব্দুল্লাহ।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD