বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজ এসেছে

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
জনসমাগম নিষিদ্ধের প্রস্তাব চূড়ান্ত

বরিশালে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন এসেছে।

বুধবার (০৭ এপ্রিল) সকাল দশটায় বিশেষ হিমায়িত গাড়িযোগে এই ভ্যাকসিন জেলা সিভিল সার্জন অফিসে আসে।

পরে সেখানে জেলা ইপিআই ভবন এর সংরক্ষণাগারে টিকা গুলো রাখা হয়।

এসময় উপস্থিত জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ৫টি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এপ্রিল মাসের আট তারিখ থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। এর পরশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদের ও টিকা দেয়া হবে।

জেলায় ৭৬ হাজার ৪৫৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছিলেন।

এদিকে বরিশাল জেলার বাহিরে বিভাগের মধ্যে ঝালকাঠির ১৮ হাজার, পটুয়াখালীর ৩০ হাজার এবং বরগুনার ২১হাজার ডোজ টিকা ছিল। বরিশালে টিকা পৌছানোর পর অন্য জেলার উদ্দেশ্যে টিকা পাঠানো হয়।

গত ২৯ জানুয়ারি বরিশালে করোনার প্রথম ডোজ পৌছেছিল।বরিশালের সিভিল সারজন টিকা গুলো গ্রহন করেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। প্রথম ধাপে এক লাখ আটশট্টি হাজার ডোজ টিকা বরিশাল পৌছেছিল।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD