বরিশালে ছয় ঘন্টার প্রতীকি অনশনে হুজাইফা

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

জেল হেফাজতে লেখক মোশতাকের মৃত্যুর প্রতিবাদে ও শ্রমিকনেতা রুহল আমিনের মুক্তি সহ তিন দফা দাবীতে বরিশালে প্রতীকি অনশন করছে সংষ্কৃতি কর্মী ও কবি হুজাইফা রহমান।

রবিবার দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রতীকি অনশন শুরু করে হুজাইফা। যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে গনমাধ্যমকর্মীদের জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘আমার দাবীর মধ্যে অন্যতম ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিষয়টি। এই আইন বাতিল করা না হলে আরো কঠোর আন্দোলন করবো আমি। কেন মোশতাকের জামিন হয়নি। এমন কি অপরাধ করেছিলেন তিনি। তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে।

হুজাইফা রহমান বলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি এবং বলবো। কেন আমরা কথা বলতে বাধা দেয়া হচ্ছে। আমাদের বাক স্বাধীনতা নিয়ে কেন টানা হিচরে হচ্ছে। ন্যায়ের কথা বলতে পারছি না, বাচার কথা বলতে পারছি না। কথা বললেই ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার আসামী হওয়া আর জেল খাটতে কেন হবে। তাই এই আইন বাতিল করে মানুষকে বাক স্বাধীনতা দিতে হবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD