বরিশালে মাদক ব্যাবসায় বাধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা রবিবার, ২ জানুয়ারী, ২০২২
বরিশালে মাদক ব্যাবসায় বাধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম

বরিশাল নগরীর ৫নং পলাশপুর কাজীর গোরস্থান এলাকায় মাদক ব্যাবসায়ীদের মাদক বিক্রিতে বাধা দেয়ায় মোঃ রাসেল হাওলাদার(২৮) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীরা। আজ ২রা জানুয়ারি বরিবার সকাল ১১ ৩০ মিনিটে এ ঘটনা ঘটে । পলাশপুর কাজীর গোরস্থান এলাকার ৫ নং ওয়ার্ডের নুরু হাওলাদার এর ছেলে রাসেল হাওলাদার বর্তমানে শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত রাসেল এর ভাই রানা হাওলাদার জানান, ,দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল পলাশপুর স্থানীয়, পলাশপুর হাউজিং মাঠের সোহাগ হাওলাদার এর ভাড়াটিয়া হাকিম হাওলাদার এর পুত্র শীর্ষ মাদক ব্যবসায়ী পঞ্চ সুমন (৪০), পলাশপুর ৪নং গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা নাঠা বাচ্চুর ছেলে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সুরুজ (২২) ও পলাশপুর ৭ং গুচ্ছ গ্রামের মিলন (২২) ও কাজীর গোরস্থান এলাকায় খোকন মোল্লার ছেলে বসির মোল্লা (২২) সহ বেশ কয়েকজন মাদক ব্যাবষায়ী রাসেলকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে। একই সাথে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে বেশ কয়েক দিন ধরে শীর্ষ মাদক ব্যবসায় পঞ্চ সুমন ও সুরুজ ও মিলন নিষিদ্ধ বিষ প্রয়োগ করে কীর্তনখোলা নদীতে বিভিন্ন মাছ নিধন করে এই বিষাক্ত বিষ প্রয়োগ করা মাছ সাথে নিয়ে ইয়াবা বিক্র করতে আসে পলাশ পুর কাজীর গোরস্থান এর সামনে তখন রাসেল বলে রাত তিন টার সময় আপনারা এখারে কি করেন এ বিষয় কথা কাটার এক পর্যায়ে রাসেলের গায়ের লোহার রড দিয়ে বাড়িদেয় তখন রাসেল বলে তোরা মাদক ব্যাবসা করো এই খানে এ কথা বলার পর পঞ্চ সুমন রাসেলের মাথা উপরে বাড়ি ছারে রাসেল তখন বাঁচর জন্য চোর বলে ঢাক চিকার করলে আসে পাসের লোক জন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ী পঞ্চ সুমন ও তার সহ জগিরা পালিয়ে জায় পরে সকাল ১১ ৩০ মিনিটের সময় আল আমিনের চায়ের দোকানে রাসেল চা খেতে গেলে আগে থেকে ওতপেতে থাকা উল্লেখিত সন্ত্রাসীরা বগি দা দারালো চাপাটি লোহার রড দিয়ে কুপিয়ে মাথায় জখম করে এক পর্যায়ে এলাকার লোক এগিয়ে আসলে সন্ত্রাসীরা রাসেলকে ফেলে পালিয়ে যায় এলাকা বাঁশি রাসেলকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয় এই মাদক মুক্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছে এলাকাবাসী মাদক মুক্ত এলাকা চাই বলে এ ঘটনায়য় আহতদের পক্ষ থাকে থানায় ওভিযোগ দায়ের প্রস্তুতি চলছে ।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ.আর.মুকুল জানায়, এই রকমের মারামারি ঘটনার বিষয়ে আমার জানা নেই তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্তা নেওয়া হবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD