বাউফলের আকাশে যুদ্ধ বিমান মরহুম শামসুল আলম তালুকদারের প্রতি বিনম্র শ্রদ্ধা

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট মরহুম শামসুল আলম তালুকদারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে তার জন্ম ভূমি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি যুদ্ধ বিমান ও তিনটি হেলিকপ্টার মহড়া দিয়েছে। বিমান ও হেলিকপ্টার বহরটি পাতিলা পাড়ার আকাশে তিনবার চক্কর দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।

এসময় হেলিকপ্টার থেকে বিমান বাহিনীর প্রধানের শোক ও স্বাধীনতা যুদ্ধে মরহুম শামসুল আলম তালুকদারের অসামান্য ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে নিচে অপেক্ষমানদের উদ্দেশ্যে লিফলেট ছোড়া হয়।

উল্লেখ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টা ৪৭ মিনিটে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর উত্তম শামসুল আলম তালুকদার ঢাকার একটি হাসপাতালে ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ১৯৪২ সালে জন্ম গ্রহণ করেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD