বাউফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা সোমবার, ৫ এপ্রিল, ২০২১
বাউফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

পটুয়াখালীর বাউফলে লকডাউনের প্রথম দিনেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন আয়ের সাথে ব্যয়ের মিল না থাকা নিম্ন আয়ের মানুষেরা। একদিকে করোনা অপরদিকে অগত রমজানকে সামনে রেখে পন্যের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তবে পণ্য সরবরাহ কম বলে দাবি ব্যাবসায়ীদের। অজুহাত মানতে নারাজ নিম্ন আয়ের সাধারণ মানুষ।

গত সোমবার উপজেলার বৃহত্তম সাপ্তাহিক বাজার কালাইয়া দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। রবিবার ৩০ টাকায় বিক্রি হওয়া পেয়াজ আজ সোমবার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকায় যা খুরচা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা ধরে। প্রতি কেজি রোশন বিক্রি হচ্ছে ৬০ টাকায় যা একদিন আগে বিক্রি হয়েছিল ৫০ টাকায়, প্রতি কেজি আলুর দাম ৪-৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২টাকায়। এছাড়া পাইকারি বাজারে ডাল, তেল, চাল, আদা ও গরম মসলাসহ প্রায় সকল পণ্যের দাম কম-বেশি বেড়েছে । যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও ।

এছাড়াও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের মাছের দাম। লকডাউনে সরবরাহ কম বলে দাম বৃদ্ধির কারন বলে মনে করছেন মাছ ব্যবসায়িরা।
ক্রেতাদের অভিযোগ, এক শ্রেনীর অসাধু ব্যবসায়ি অধিক লাভের আশায় লকডাউনের নামে কৃত্রিম সংকট তৈরি করেছেন। ফলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে বাজার মনিটরিং করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যপারে ভোক্তা অধিকার বিভাগের পটুয়াখালী জেলা শাখার সহকারি পরিচালক মোঃ সেলিম হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য যাতে বৃদ্ধি পতে না পারে সে জন্য বাজার মনিটরিং করা হবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD