বাউফলে ফেয়ার প্রাইজের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবীতে নারী পুরুষের মানববন্ধন

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

পটুয়াখালী বাউফলের নওমালা ইউনিয়নের প্রায় পাঁচশ হতদরিদ্র নারী ও পুরুষ সরকারের ফেয়ার প্রাইজের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবিতে আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন। প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটে তারা উপজেলা পরিষদের সামনে এসে এ মানববন্ধন করেন।

বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাস তাদের নাম বাদ দিয়ে তার পছন্দের লোকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। আর যাদেরকে বাদ দেয়া হয়েছে তাদের মধ্যে অধিাকাংশই বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থক ছিলেন। ওই ইউনিয়নের কয়েকজন দুস্থ ব্যক্তি অভিযোগ করেন, তারা সরকারের ফেয়ার প্রাইজের তালিকায় নাম অনুর্ভুক্ত করতে অনলাইনে আবেদন করেছেন। এসময় তাদের কাছ থেকে ৪-৫ শ, কারো কাছ থেকে আরও বেশী টাকা নেয়া হয়েছে। তারা এর আগেও ফেয়ার প্রাইজের সুবিধা ভোগ করেছেন। কিন্তু সেই তালিকা থেকে তাদেরমত কমপক্ষে ৫শ দরিদ্রলোকের নাম বাদ দেয়া হয়েছে।

এব্যাপরে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস বলেন,‘ এসব দরিদ্র নারী ও পুরুষ সরকারের অন্যান্য সুবিধা ভোগ করেন বিধায় ফেয়ার প্রাইজের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের ইন্দ্রোনে তারা রাস্তায় নেমেছেন, মানববন্ধন করেছেন। এখানে আমার কিছু করার নেই। আমি বিধি অনুযায়ি কাজ করেছি। ’

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন,‘ যারা ফেয়ার প্রাইজের তালিকায় কোন স্বজনপ্রীতি বা অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD