বাউফলে বৃদ্ধকে মারধর করে কোরবানীর গরু কেনার টাকা ছিনতাই

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা রবিবার, ৩ জুলাই, ২০২২

পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জের ধরে মোঃ ফজলে রাব্বী (৬৫) নামে এক বৃদ্ধকে মারধর করে কোরবানীর গরু কেনার টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দাশপাড়া ইউনিয়নের চরআলগী-মৌষাদি বান্দের বাজারে এ ঘটনা ঘটে।
আহতের ভাই লিয়াকত হোসেন জানান, তাঁর বড় ভাই ফজলে রাব্বী শনিবার বিকালে কোরবানীর গরু কেনার উদ্দ্যোশে চরআলগী -মৌষাদি বাজারে যান। এ সময়ে একই এলাকার কাশেম আলী মৃধার দুই ছেলে মোঃ নাসির উদ্দি(৩৫) ও বাবলুর (৩৩) সঙ্গে পূর্বে দায়ের একটি মামলা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁদের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল তাঁর ভাইয়ের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আহত করে এবং কোরবানীর গরু কেনার জন্য তাঁর সঙ্গে থাকা ২ লক্ষ ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে ব্যাপারে বাবলু বলেন, আমি ও আমার ভাই কেউ এ ঘটনার সাথে জড়িত না।
দশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সালিশ বৈঠক করে মিমাংশা করা হবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD