বাউফলে ৭ জনের অর্থদন্ড

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা সোমবার, ৫ এপ্রিল, ২০২১
বাউফলে ৭ জনের অর্থদন্ড

লকডাউনের প্রথম দিনে পটুয়াখালীর বাউফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় চার পথচারী ও তিন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন। আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাউফল পৌরসভার উপজেলা চত্বর থেকে গোলাবাড়ী এলাকা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি।

এ সময়ে মুখে মাস্ক না থাকায় জালাল সিকদার, মোঃ রুবেল , মোঃ বশার, মোঃ জামাল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন নামে চার পথচারী এবং মুখে মাস্ক না পড়ার দায়ে ব্যবসায়ি জালাল সিকদার, ফল ব্যবসায়ি শেখর বনিকে অর্থদন্ড প্রদান করা হয়। তাঁদের প্রত্যেককে একশত টাকা করে এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে হাইস্কুল রোড় এলাকার ব্যবসায়ি তরিকুল ইসলামকে পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন। আদালত পরিচালনার সময় গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কয়েকশত মাস্ক বিতরণ করা হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD