বিএসএমএমইউয়ে ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দুই বিভাগে এক বছর মেয়াদী অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে যোগ্য চিকিৎসকদের আবেদনের আহ্বান করা হয়েছে। বিভাগ দুটি হলো- ‘নাক-কান-গলা’ ও ‘হেড-নেক’ সার্জারি এবং জেনারেল সার্জারি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসএমএমইউর নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধীনে হেড-নেক সার্জারি ডিভিশন/অটোলজি ডিভিশন এবং জেনারেল সার্জারি বিভাগের অধীনে সার্জিক্যাল অনকোলজি ডিভিশন পরিচালিত জুলাই ২০২২ থেকে এক বছর মেয়াদী ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এর জন্য নিম্নে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদনের যোগ্যতা

১. অটোল্যারিংগোলজি ও জেনারেল সার্জারি বিষয়ে এমএস বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রি। (জেনারেল সার্জারি এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন)।

২. বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০ জুন ২০২২ তারিখের মধ্যে)।

৩. সরকারি-বেসরকারি সব প্রার্থী আবেদন করতে পারবেন।

শর্তাবলী

১. কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদের সার্বক্ষণিকভাবে হেড-নেক-সার্জারি, অটোলজি ও সার্জিক্যাল অনকোলজি ডিভিশনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

২. কোর্স ফি দশ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।

৩. কোর্স শুরুর সময় হেড-নেক-সার্জারি, অটোলজি ও সার্জিক্যাল অনকোলজি ডিভিশনের অ্যাকাউন্টে দশ হাজার টাকা জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময়

১. ফরম ফি বাবদ ২০০ টাকা দিয়ে ৫ এপ্রিল থেকে অফিস চলাকালীন সময়ে ফরম সংগ্রহ করা যাবে (রুম নং-৭০৬, ব্লক-সি, সাততলা)।

২. আবেদনপত্র জমার শেষ সময় ৩০ এপ্রিল ২০২২।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD