ভূয়া সার্টিফিকেট দিয়ে কলেজের প্রভাষক

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
ভূয়া সার্টিফিকেট দিয়ে কলেজের প্রভাষক

ভূয়া বিএসসি অনার্সের সার্টিফিকেট দিয়ে কলেজে চাকুরী করা মোঃ রেজাউল সরকার (৩৩) নামে এক প্রভাষককে আটক করেছে র‍্যাব-৮। আটক রেজাউল সরকার ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি থেকে বরিশালের বাকেরগঞ্জের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের কম্পিউটার অপারেশন পদে প্রভাষক হিসেবে চাকুরী করে আসছিলেন। সে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চিলমারী এলাকার মোঃ আব্দুস সামাদ সরকারের ছেলে। বৃহষ্পতিবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা (ROYAL UNIVERSITY OF DHAKA) এর ভূয়া বিএসসি অনার্স সার্টিফিকেট এর মাধ্যমে মোঃ রেজাউল সরকার (৩৩) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে কম্পিউটার অপারেশন পদে প্রভাষক হিসেবে চাকুরীরত রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত বিএসসি সার্টিফিকেট এর বিষয়ে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা কর্তৃপক্ষের সাথে র‍্যাব-৮ কর্তৃক সত্যতা যাচাইয়ের জন্য যোগাযোগ করা হয়। তখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির সার্টিফিকেট ভূয়া বলে অবহিত করেন। পরবর্তীতে র‍্যাব-৮, বরিশালের সিপিএসসি কোম্পানীর একটি আভিযানিক দল মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বাকেরগঞ্জে অভিযান চালিয়ে রেজাউল সরকার (৩৩) কে আটক করে। এসময় তার কাছ থেকে ভূয়া সনদপত্রসহ অন্যান্য সনদের ছায়ালীপিও পাওয়া যায়। আটকের পর কথিত প্রভাষক রেজাউল রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা এর ভূয়া বিএসসি অনার্স পাশের সার্টিফিকেট ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানে গত ২০ ফেব্রুয়ারি থেকে কম্পিউটার অপারেশন পদে প্রভাষক হিসেবে চাকুরী করে আসছেন বলে জানায়। এ ঘটনায় মামলা দায়ের শেষে আটক রেজাউলেকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের উপ-পরিচালক জানান।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD