মাফ চেয়ে পার পেয়ে আবারও ছাত্রকে বলাৎকার

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা রবিবার, ২১ মার্চ, ২০২১
মাফ চেয়ে পার পেয়ে আবারও ছাত্রকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বেলগাছি গ্রামের হেফজখানার হুজুর আবু মুসাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শনিবার রাত ১১টার দিকে হেফজখানার হুজুর আবু মুসাকে মসজিদে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত জামাল আলীর ছেলে হাফেজ আবু মুসা পোয়ামারী মাদরাসার শিক্ষক। তিনি পার্শ্ববর্তী বেলগাছি জামে মসজিদে নামাজ পড়ান ও হেফজখানায় শিশুদের পড়ান।

শনিবার বিকেলে ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন তিনি। পরে শিশুটি বাড়ি ফিরে তার দাদাকে বিষয়টি বলে দেয়। এ ঘটনা জানাজানি হলে রাতে গ্রামবাসী অভিযুক্ত আবু মুসাকে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেন। হাফেজ আবু মুসা ইতোপূর্বেও একই অপরাধ করলেও সেবার মাফ চেয়ে পার পেয়েছিলেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, রাতে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আটক করে থানায় নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু মুসা তার অপরাধের কথা স্বীকার করেছেন। রোববার সকালে থানায় একটি মামলা দায়ের করবে শিশুটির পরিবার।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD