মামলা প্রত্যাহার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো: বিসিসি কর্মকর্তা-কর্মচারী

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা শনিবার, ২১ আগস্ট, ২০২১
মামলা প্রত্যাহার করা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো: বিসিসি কর্মকর্তা-কর্মচারীরা

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে।

শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে পরিচ্ছন্ন কর্মীরাও অংশগ্রহণ করেন।

সিটি করপোরেশনের কর্মকর্তা বেলায়েত বাবলুর সঞ্চালনায় মানববন্ধনে করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুমসহ অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংঘর্ষের কথা উঠে আসছে বুধবারের রাতের ঘটনায়। কিন্তু তা নয়; আমাদের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালানো হয়েছে। মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে; যা অনৈতিক। আমাদের স্টাফরা এখন গ্রেফতার আতংকের মধ্যে রয়েছে।

ষড়যন্ত্র করে বরিশালের প্রাণ ভোমড়া সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলা প্রত্যাহার করা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
মানববন্ধনে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD