৬ মে থেকে নতুন নিয়মে চলবে গণপরিবহন

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা সোমবার, ৩ মে, ২০২১
৬ মে থেকে নতুন নিয়মে চলবে গণপরিবহন

চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর আগামী ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে গণপরিবহন চলাচলে নতুন নিয়ম করা হয়েছে। সেটা হলো- শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করতে পারলেও কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, চলমান লকডাউনে বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সোমবার থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে। ’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD