বরিশালের ৬ হাসপাতালে ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা বুধবার, ২১ জুলাই, ২০২১
খুলনা বিভাগে করোনা প্রাণ কাড়ল আরও ৪৮ জনের

বরিশাল বিভাগের ২৪ ঘণ্টায় ৬ হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনায় ৬ জন মৃত্যুবরণ করেছেন। আরটি পিসিআর ল্যাবে শনাক্তের হার ৪৮ দশমিক ৮০ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৪ জন।

বুধবার (২১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৯০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৭৪৭ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৪৫ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭৮ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৪০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৩২ জন। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫০২ জন।

ভোলা জেলায় নতুন ৪৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৭৫৭ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ২৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৪৯ জন।

পিরোজপুর জেলায় নতুন ৫৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৫ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৬ জন।

বরগুনায় নতুন ৩ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৪ জন। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।

ঝালকাঠি জেলায় নতুন শনাক্ত হয়েছে ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৮ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৯ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন।

এছাড়া কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ঝালকাঠি জেলা সদর হাসপাতালে একজন মৃত্যুবরণ করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২১ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩০২ জন চিকিৎসাধীন রোগী আছেন।

এর মধ্যে ১১৬ জনের করোনা পজিটিভ, ১৮৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৮৮ জন পজিটিভ ও ৯৭ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৮ জনের। আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৬১১ জন। আক্রান্তের হার ছিল ৩৫ দশমিক ৯৭ শতাংশ।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ২৭ হাজার ৬৬৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৯ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৮২ জন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD