বাউফলে বিনা প্রতিদ্ধীতায় মেয়র হতে যাচ্ছেন আ.লীগের জুয়েল

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মো. জিয়াউল হক জুয়েল দ্বিতীয় বারের মতন মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র জমার শেষ দিন। মেয়র পদে জিয়াউল হক জুয়েল
ছাড়া অন্য কোন প্রর্থী মনোনয়ন পত্র জমা দেননি। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের বরাদ দিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে কোন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেয়নি তাই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১৪ জানুয়ারী বিনা প্রতিদ্ধীতায় মেয়র নির্বাচিত ঘোষনা করা হবে। উল্লেখ্য. জিয়াউল হক জুয়েল বাউফল পৌরসভার বর্তমান মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক। উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, সর্বশেষ ২০১২ সালের ২ মে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে জিয়াউল হক জুয়েল নির্বাচিত হন। এরপর সীমানা বাড়িয়ে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত করলে বাউফল সদর, নাজিরপুর, মদনপুরা ও দাসপাড়া ইউনিয়নের বাসিন্দারা একাধিক মামলা করেন। এ কারনে মেয়াদ শেষ হলেও ওই চার ইউনিয়ন ও বাউফল পৌরসভার নির্বাচন বন্ধ হয়ে যায়।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD