ইউপি স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত/ সভাপতি জানে আলম, সম্পাদক শফিক

রাতুল হাসান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ বাংলা শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গোপালগঞ্জ সদর উপজেলার আওতাধীন ২০ নং গোবরা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে জানে আলম মোল্লাকে সভাপতি ও শফিকুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও সম্মেলন থেকে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডসহ পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেছে।
আজ ১৪ অক্টোবর শুক্রবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ২০নং গোবরা ইউনিয়নের প্রাণকেন্দ্র ঘোনাপাড়া, জয়া সুপার মার্কেট প্রাঙ্গণে, গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খানের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাবু বিভাষ বালা, রুনা লায়লা, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম আব্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তারিকুজ্জামান চৌধুরী, গোবরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিকরুল ফকির, সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী, যুগ্ম- সাধারণ সম্পাদক নিয়ামুল আহসান চৌধুরী, ২০ গোবরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী (টুটুল)। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজ শেখ, ফারুক হোসেন, হেলাল কাজী, দিদারুল আলম, কৃষ্ণকুমার পাল, সবুজ শেখ, মিল্টন খাঁন, বরকত মোল্লা, কামাল মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল ইসলাম, সাজু শিকদার, সোহাগ চৌধুরী, খালিদ ফকিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন শিকদার।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD