কাশিয়ানীতে মুক্তিযোদ্ধা পরিবারের যায়গা দখল করে বিল্ডিং নির্মান

আজিজুর রহমান টিপু, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ বাংলা রবিবার, ৭ আগস্ট, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৬ নং রাতইল ইউনিয়নের পূর্ব ঘোনাপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের ভিটেবাড়ীর যায়গা দখল করে বিল্ডং নির্মানের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ব্যক্তিরা ওই এলাকার (বাচ্চু মোল্লা) ওরফে ঠান্ডু মোল্লার ছেলে মুনির মোল্লা, রেজাউল মোল্লা, জিয়া মোল্লা, জাহিদুল মোল্লা ও মাসুদ মোল্লা। অভিযুক্ত ব্যক্তিরা পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।

এঘটনায় গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মুক্তিযোদ্ধার বিধোবা স্ত্রী ঝর্না বেগম বাদী হয়ে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারায় মামলা করেছে। কাশিয়ানী থানা পুলিশ মামলার নির্দেশনা অনুযায়ী দখলদারদের নোটিশ দিলেও বিল্ডিং নির্মানের কাজ বন্ধ করেনি।

ভূক্তভোগী পরিবারের সদস্যদের দাবি মামলা করেও তারা কোন ন্যায় বিচার পাচ্ছে না। উল্টো প্রভাবশালী দখলদার পক্ষ বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে বিল্ডং নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্য ও মামলার বাদী ঝর্না বেগম আরো জানান, আমি বিধবা মহিলা, দখলকারীগন প্রভাবশালী ও লাঠিয়াল, মুনির, রেজাউল, জিয়া, জাহিদুল ও মাসুদসহ বাঘের মত ৪ ভাই। আমাদের লাঠি নেই, প্রতিবাদ করতে পারিনা, সামাজিক ভাবে বিচার চেয়েও ব্যর্থ হয়েছি। সমাজের কোন সুধিজন তাদের কাছে সম্মান হারানোর ভয়ে যেতে চায়না।

এ অভিযোগের সত্যতা জানতে সরেজমিন পরিদর্শন কালে (আর সি সি) পিলার দিয়ে বিল্ডিং নির্মান করতে দেখা যায়। তবে বিল্ডিং নির্মান কারিদের একজন জাহিদুল ইসলাম বলেন, আমাদের যায়গায় আমরা বিল্ডিং নির্মান করছি। আমাদের ভিত্তিহীন ভাবে একাধিক মামলা দিয়ে হয়রানি করছে ঐ জালিয়াত পরিবার।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সওগাতুল আলম বলেন, আদালতের মামলা মূলে আমরা উভয় পক্ষকে নোটিশ দিয়েছি।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD