কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ আহত ৬

ইমরুল কাদির, স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১ নং পিঞ্জরী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ণবর্তি গ্রামে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ ৬ জন আহত হয়েছে।
হামলায় গুরুতর আহত আজিজুল হাওলাদার ও হেলেনা বেগমকে কোটালীপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এছাড়াও  আহত সিরাজুল হাওলাদার, শিশু সজিব হাওলাদার ও শাহীনুর বেগম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
মর্মান্তিক ও নেক্কারজনক হামলা করে দুই অবলা নারীকে মাথায় কুপিয়ে আহত করা হয়েছে।   রেহাই পাইনি ৮ বছরের শিশু সজিব হাওলাদারও, লোহার রড দিয়ে পিটিয়ে ভাঙ্গা হয়েছে তার হাত। অন্যান্য আহতদের শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়া হয়েছে।
এঘটনায়  আজিজুল হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় শেখ হাসিনা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক আলাউদ্দিন হাওলাদারকে হুকুমের আসামি করে তরিকুল হাওলাদার, মহিদুল হাওলাদার, রকিব হাওলাদার, এনামুল হাওলাদারসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। কোটালীপাড়া থানা পুলিশ পূর্ণবর্তি গ্ৰামের মৃত শামসুদ্দিন হাওলাদারের ছেলে আতাহার হাওলাদার ও মোতাহার হাওলাদারকে গ্ৰেফতার করে গোপালগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছেন। অন্যান্য আসামিরা পলাতক রয়েছে।
এবিষয়ে হুকুমের আসামি শেখ হাসিনা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক আলাউদ্দিন হাওলাদার বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার, গ্রাম্য রাজনীতিতে আমাদেরকে জড়ানো হয়েছে।
মামলার বাদী আহত আজিজুল হাওলাদার বলেন, হামলার মূল হোতা তরিকুল এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি, বাকিরা প্রভাবশালী হওয়ায় মামলা করেও চাপের মধ্যে রয়েছি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ২জন আসামিকে গ্ৰেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, বাকি আসামিদের গ্ৰেফতারের চেষ্টা চলছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD