গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

শাহীন মুন্সী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ১৭ মে, ২০২২
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। মেয়র পদে মোট ১১ জন, ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৫টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। জাচাই বাছাই ১৯ মে ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। এর পূর্বে গত ২৫ এপ্রিল তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। অপর দিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরই পৌরসভাজুড়ে বইছে উৎসবের আমেজ। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দেওয়া হয়নি দলিও মনোনয়ন বা প্রতিক। বিএনপি সহ অন্যান্য দল কোন প্রার্থী না দিলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষথেকে দিদারুল ইসলাম কে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ২০২১ সালে গোপালগঞ্জ পৌরসভার পাশর্বর্তী ছয়টি ইউনিয়ন গোবরা, বোড়াশী, লতিফপুর, হরিদাসপুর, দুর্গাপুর ও রঘুনাথপুরের বেশ কিছু এলাকা অন্তর্ভুক্ত করে পৌরসভার আয়তন বাড়ানো হয়। ইতোমধ্যে পৌরসভাকে সম্প্রসারণ করে ৯টি ওয়ার্ড থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সব রাজনৈতিক নেতাদের মনে আশার সঞ্চার হয়েছে।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,মেয়র পদে মনোনয় ফরম জমা দিয়ে প্রার্থী হয়েছেন সদ্যবিদায়ী মেয়র কাজী লিয়াকত আলী (লেকু), রেজাউল হক সিকদার (রাজু), শেখ রকিব হোসেন, এম বদরুল আলম (বদর), জি এম সাহাব উদ্দিন (আজম), মোহাম্মদ মুশফিকুর রহমান (লিটন), এস এম নজরুল ইসলাম (নতুন), মৃনাল কান্তি রায় চৌধুরী (পপা), দিলিপি কুমার সাহা( দিপু), আবুল ফাত্তাহ সজু ও মোঃ দিদারুল ইসলাম।
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন

১ নং ওয়ার্ডে শামীম খান শাহনেওয়াজ, কাজী চানমিয়া, জগলুল কাদের,মোঃ শাফিকুল ইসলাম, ইকবাল হোসেন,জোবায়ের ইসলাম জন্টু, মোঃ ইকবাল শেখ ও ফুলমিয়া মোল্লা।
২ নং ওয়ার্ডে মোঃ আলিমুজ্জামান (বিটু), রিপন মোল্লা ও শহিদুল ইসলাম মিন্টু।
৩নং ওয়ার্ডে শেখ সাহিদুল ইসলাম ও রাশেদ মোহাম্মদ।
৪নং ওয়ার্ডে মোল্লা রনি হোসেন (কালু), রোমান মোল্লা, ওমর ফারুক খান (রিপন) এস এম আহসান হাবীব ও সবুজ শেখ।
৫নং ওয়ার্ডে খায়রুল ইসলাম, জাহিদুল ইসলাম, তৌহিদুর রহমান শামীম ও কবির মুন্সী।
৬ নং ওয়ার্ডে নুরুল আমিন শেখ (বিপ্লব) ও আব্দুল জলিল খান ও আব্দুল জলিল মুন্সী।
৭ নং ওয়ার্ডে শফিকুর রহমান (শুক্তি), জসিমউদ্দিন খান খসরু, মিটু মোল্লা, ছামিউল হক (তনু), আল-আমিন ইসলাম, মাহাবুর মোল্লা,
৮ নং ওয়ার্ডে মোঃ এবাদুল হক।
৯ নং ওয়ার্ডে দীপক কুমার মন্ডল, মনির মোল্লা, এরশাদ শেখ,জিহাদ সিকদার, মুরাদ শেখ ও মোহাম্মদ নাজমুল হাসান।
১০ নং ওয়ার্ডে মোহাম্মদ আনোয়ারুল হক, শেখ রাশেদ আহাম্মেদ (রিকো), সাহ নাহিদ, মনিরুল হাসান, এস এম মুজাহিদুল ইসলাম ( জারজিল), শিহাব উদ্দিন শিকদার ও সোহেল শিকদার।
১১ নং ওয়ার্ডে এম মাহাবুব আলী সোহেল, কাজী রিয়াজুল ইসলাম, ও খায়রুল আমিন খান।
১২ নং ওয়ার্ডে জানে আলম শিকদার( কমেট), আল-আমিন ইসলাম, হুমায়ুন কবির শিকদার ও কামাল মিয়া, শরিফুল ইসলাম ও শেখ মোঃ একরামুল কবির।
১৩ নং ওয়ার্ডে জাহিদুর রহমান, আল-আমিন শিকদার (কুটু), তহিদুল ইসলাম দাউদ ও রাসেল বিশ্বাস ও শাহী শিকদার।
১৪ নং ওয়ার্ডে শরিফুল ইসলাম শিকদার, এস এম জাহিদুল ইসলাম ( সেলিম), জসিমউদ্দিন শিকদার ও ফারুক মোল্লা।
১৫ নং ওয়ার্ডে সাইফুল আলম (সজিব), মোঃ মারুফ হাসান চৌধুরী, শেখ শরিফুজ্জামান মিরান, মোঃ আমিন মোল্লা ও সাইফুর রশিদ চৌধুরী ও সালমান মোল্লা।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মানে খানম, কাজী আফরোজা, দিপালী বালা, মিসেস নাছিমা নজরুল লায়লা বেগম ও রাবেয়া।
২ নং ওয়ার্ডে খাদিজা বেগম, চায়না বেগম, মনিকা সরকার, মাফুজা আক্তার লিপি ও লতিকা মন্ডল।
৩ নং ওয়ার্ডে মুসলিমা জান্নাতুল তানিয়া, খাদিজা পারভীন ও সিমু।
৪ নং ওয়ার্ডে সাইয়েদা আক্তার, নাজমীন খানম ও সুমাইয়া খানম।
ও ৫ নং ওয়ার্ডে আছিয়া বেগম, অনিমা রাণী সরকার, সায়মা সুলতানা ও লিমা বেগম।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD