ধানক্ষেতের আইলে পড়েছিল গৃহবধূর মরদেহ

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
ধানক্ষেতের আইলে পড়েছিল গৃহবধূর মরদেহ

সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেতের আইল থেকে ডলি বেগম (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত ডলি উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের আহমদ আল শরিফের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতের আইলে ডলি বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান চিকনাগুল ইউনিয়নের সদস্য অহিদুর রহমান। পরে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD