বস্তায় ঢুকেই ব্রি হয়ে যাচ্ছে মিনিকেট

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা সোমবার, ২৮ জুন, ২০২১
বস্তায় ঢুকেই ব্রি হয়ে যাচ্ছে মিনিকেট

দেশে উদ্ভাবিত ব্রি- ২৮ ও ২৯ জাতের ধানের চাল অটো হাস্কিং মিলে ছাঁটাই হয়ে বস্তায় ঢোকার পরই হয়ে যাচ্ছে মিনিকেট। ফলে দেশে উদ্ভাবিত ধানের জাত যেমন ব্র্যান্ড ভ্যালু হারাচ্ছে, তেমনি প্রতারিত হচ্ছেন ভোক্তারা।

তবে শিগগিরই এ অবস্থার পরিবর্তন হচ্ছে। খাদ্য ও কৃষি মন্ত্রণালয় বাংলাদেশে উদ্ভাবিত স্ব স্ব জাতের ধানের নাম চালের বস্তায় উল্লেখ করতে পদক্ষেপ নিচ্ছে। চালের বস্তায় ধানের গুণাগুণসহ বিস্তারিত তথ্য থাকবে। এতে দেশে উদ্ভাবিত ধানের জাতের ব্র্যান্ডিং হবে। পাশাপাশি ভোক্তাও জানবেন কোন জাতের ধানের চালের ভাত খাচ্ছেন।

খাদ্য ও কৃষি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ বিষয়ে একটি জরিপ পরিচালিত হয়েছে। একাধিক সেমিনারে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, বেশকিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।

চালের বস্তায় স্ব স্ব জাতের ধানের নাম উল্লেখ করার বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন স্টেকহোল্ডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কৃষিবিদদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি মন্ত্রণালয়কেও আনুষ্ঠানিকভাবে আমরা জানাব।’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD