ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের বিদায় অনুষ্ঠান ও মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ বদলি জনিত কারণে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর দুপুর ১টায় চরফ্যাশন উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সম্মিলিত কৃষক জোট চরফ্যাশন কর্তৃক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান তাওহীদ। এ সময় বক্তৃতা করেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্যাহ আজম। অনুষ্ঠানে বক্তৃতা করেন, চর মাদ্রাজ কৃষক ক্লাবের সভাপতি আহাম্মদ ফুয়াদ। বিদায়ী প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ সরকার কৃষকের মাধ্যমে দেশের অর্থনৈতিক বিপ্লব ঘটাতে কৃষককে সর্বাত্বক সহযোগিতা করছে। উন্নত জাতের চাষাবাদ করে অর্থনৈতিক চাকা ঘুরানোর প্রতি জোর তাগিদ দেন।

এসময় সকল কৃষক/কৃষানি, উপজেলার সার ডিলার, কৃষি অফিসের সকল কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বদলিজনিত বিদায় দেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক হোসেন, জামাল উদ্দিন, ঠাকুর কৃষ্ণ সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আদর্শ চাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি মোঃ সোলায়মান।

এছাড়া বিকাল ৪টায় উপজেলা কৃষি অফিস র্কতৃক আয়োজিত চর ফকিরা গ্রামের হাইস্কুল মাঠে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ যোগ দেন। স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের ২০২১-২২ অর্থ বছরের রবি মৌসুমের উচ্চ মূল্যের সবজি বেগুন প্রদর্শনীর মাঠ দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন রসুলপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আঃ হক সাহেব। অনুষ্ঠানে কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ তার গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠান শেষে মোবাইল কনফারেন্সে কৃষি অধিদপ্তরের মহাপরিচালক কৃষকদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের শত শত কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD