মোংলায় করোনার সংক্রমণরোধে আজ থেকে মাঠে থাকবে কোস্টগার্ড

মনির হোসেন,মোংলা
দক্ষিণ বাংলা শনিবার, ৫ জুন, ২০২১
মোংলায় করোনার সংক্রমণরোধে আজ থেকে মাঠে থাকবে কোস্টগার্ড

মোংলায় দ্রুত গতিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া স্থানীয় প্রশাসনকে সহায়তার লক্ষে মাঠে নামছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। শনিবার (৫ জুন) সকাল থেকে সন্ধ্যা মাঠে থাকবে তারা। শুক্রবার রাতে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে মোংলা পৌরশহর ও আশপাশ এলাকায় দ্রুত গতিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত রবিবার থেকে ৮ দিনের বিধিনিষেধ আরোপ করে স্থানীয় প্রশাসন। ৮ দিনের বিধিনিষেধ বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ শুরু করে পুলিশ ও আনসার যা এখনও অব্যাহত রয়েছে। চলমান বিধিনিষেধও করোনার সংক্রমণ হার অনুকূলে না আসায় স্থানীয় প্রশাসনকে সহায়তার লক্ষে ৫ জুন শনিবার থেকে মাঠে থাকবে কোস্টগার্ড।

চলতি মাসে দুইধাপে মোট ৮৪ জনের নমুনা পরিক্ষা করা হয়৷ তার মধ্যে ৪৩ জনের শরীরে করোনা পজেটিভ। শনাক্তের হার ৫৩ শতাংশ।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD