মোংলায় করোনায় ক্ষতিগ্রস্থ ২২০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো সালোম

মনির হোসেন,মোংলা
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
মোংলায় করোনায় ক্ষতিগ্রস্থ ২২০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো সালোম

মোংলায় চার্চ অব বাংলাদেশের উন্নয়ন প্রতিষ্ঠান সালোম কর্তৃক করোনায় ক্ষতিগ্রস্থ চাঁদপাই, চিলা, বুড়িরডাঙা ও মিঠাখালি ইউনিয়নের ২২০ টি অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দাতা সংস্থা টিআর ফান্ডের আর্থিক সহায়তায় মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১০ টায় চার্চ অব বাংলাদেশ চত্বরে অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী সহায়তা করা হয়।

সালোম এর এরিয়া সমন্বয়কারী তাপস বাড়ৈর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেভাঃ মানিক বাড়ৈ, সেন্ট যাকোপ কানাইনগর, মিঃ গগন হালদার, প্রোগ্রাম অফিসার বিলিয়াম বিশ্বাস, হিসাবরক্ষন কর্মকর্তা আলফ্রেড বাড়ৈ, মনিটরিং অফিসার সুমিত্রা মল্লিকসহ কমিউনিটি অর্গানাইজারবৃন্দ।

সালোম কর্তৃক বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল গাজী আতপ চাল ১৩ কেজি, মসুর ডাল ১ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, চিড়া ১ কেজি, চিনি ১ কেজি, চিকন দানার লবন ৫০০ গ্রাম, ১০০ গ্রাম ওজনের লাইফবয় সাবান ২ পিস, ১২৫ গ্রাম ওজনের হুইল সাবান ২ পিস, থ্রি লেয়ার কাপড়ের মাস্ক ২ পিস ও ডিটারজেন্ট পাউডার ১ কেজি।

উল্লেখ্য, সালোম চার্চ অব বাংলাদেশের একটি উন্নয়ন সংস্থা। টিআর ফান্ডের আর্থিক সহায়তায় মোংলা উপজেলার চিলা, চাঁদপাই, মিঠাখালি ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের ২ হাজার ২১৮ পরিবারের প্রায় ১১ হাজার সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে ২০১৮ সাল থেকে সফলতার সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD