মোংলায় জমি দখলে বাঁধা দেয়ায় বৃদ্ধাকে মেরে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা

মনির হোসেন,মোংলা
দক্ষিণ বাংলা সোমবার, ২২ মার্চ, ২০২১
মোংলায় জমি দখলে বাঁধা দেয়ায় বৃদ্ধাকে মেরে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা

মোংলায় জমি দখলে বাঁধা দেয়ায় এক বৃদ্ধ মহিলাকে মেরে রক্তাক্ত জখম করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। ১৯ মার্চ বিকালে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে মোংলা থানায় এজাহার দাখিল হয়েছে। আহত বৃদ্ধ মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মোংলা থানার দায়ের হওয়া এজাহার সূত্রে ও আহত বৃদ্ধার ছেলে মোঃ ইব্রাহিম জানায়, প্রভাবশালী ওই আওয়ামীলীগ নেতা তাদের প্রতিবেশী। তার বিরুদ্ধে এলাকার ভূমিদস্যূ ও সন্ত্রাসী কর্মকান্ডের বহু অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি এলাকার নিরীহ মানুষদের জমি ও ঘের ও বসতভিটা জোর জুলুম করে দখল করে । ওই আওয়ামীলীগ নেতা সাথে তাদের পিতার পৈত্রিক সম্পত্তি নিয়ে বহু দিন থেকে দন্ধ চলে আসছিল।

বৃদ্ধা মহিলার এক খন্ড জমি দখলে নেয়ার চেষ্টা করে আসছিল ভুমিদস্যূ প্রভাবশালী আব্দুল রাজ্জাক গাজী।

বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানালেও কোন ফল হয়নি বলে জানায় ভুক্তভোগী বৃদ্ধার পরিবার। ১৯ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাধে বৃদ্ধার জমির চিংড়ি ঘেরে মাছ ছেড়ে দখল করতে যায় আওয়ামীলীগ নেতা রাজ্জাক গাজী। এসময় ছেলে বাড়ীতে না থাকায় বৃদ্ধা আনোয়ারা বেগম সেই জমি দখলে বাঁধা দেয়।

প্রভাবশালী আওয়ামীলীগ নেতা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার জমি দললে নেয়ার চেষ্টাকালে বাধা প্রদানকারী ওই বৃদ্ধা মহিলাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে বাড়ির পাশে ফেলে রাখে ওই প্রভাবশালী গ্রুপটি।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তার কাছে থাকা একটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দেখিয়ে সবাইকে ভয় দেখায় এবং এ জমিতে কাউকে না আসার জন্য হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থা সঙ্কা মুক্ত নয় বলে জানায় চিকিৎসক।

এব্যাপারে মোঃ ইব্রাহিম বাদী হয়ে গোয়ালেরমাঠ এলাকার মৃত হাজী আহম্মদ আলী গাজীর ছেলে প্রবাবশালী আওয়ামীলীগ নেতা আঃ রাজ্জাক গাজীকে অভিযুক্ত করে মোংলা থানায় এজাহার দাখিল করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, গোয়ালেরমেঠ এলাকায় জমি নিয়ে দন্ধে এক বৃদ্ধা মহিলাকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তদন্ত করা হচ্ছে। এব্যাপারে ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে বলে জানায় এ কর্মকর্তা।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD