রাজশাহীতে বাবাকে হত্যাচেষ্টার দায়ে যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
রাজশাহীতে বাবাকে হত্যাচেষ্টার দায়ে যুবক গ্রেফতার

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডলের করা মামলায় তার ছেলে কামরুল হাসানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) রাতে ভবানীগঞ্জে বঙ্গবন্ধু কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, মেয়র আব্দুল মালেক তার ছেলে কামরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন থানায়।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল পারিবারিক কলহের জেরে ছেলে কামরুল ও প্রথম স্ত্রী কোহিনুর বেগমের হাতে মারধরের শিকার হন মেয়র আব্দুল মালেক। তৃতীয় বিয়ে করার জেরে এ ঘটনা ঘটে।

পরে মেয়র বাদী হয়ে স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেন। তখন থেকে ছেলে কামরুল পলাতক ছিলেন। আর কোহিনুর বেগম ও তার মেয়ে জামিনে রয়েছেন।
তবে ঘটনার পর কোহিনুর বেগমকে তালাক দেন মেয়র মালেক। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কামরুলকে আদালতে পাঠানো হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD