গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ৬ নং ওয়ার্ডে ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে কাউন্সিলর প্রার্থী বিপ্লব

শাহীন মুন্সী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
দক্ষিণ বাংলা বুধবার, ১৮ মে, ২০২২
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ৬ নং ওয়ার্ডে ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে কাউন্সিলর প্রার্থী বিপ্লব

৬ নং ওয়ার্ডে ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে সদ্য সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন শেখ (বিপ্লব)। ওই ওয়ার্ডের বিভিন্ন মহল্লার সাধারন ভোটারদের সঙ্গে আলাপ করে এমন তথ্য জানাযায়।ব্যাপক জনপ্রিয়তায় থাকা এই কাউন্সিলর প্রার্থী গোপালগঞ্জ সদর উপজেলা কৃষক লীগ সভাপতি ও বাজার কমিটির সভাপতি দাউদ আলী শেখের জৈষ্ঠ পুত্র।বর্তমানের ৬ নং ওয়ার্ড ও সাবেক ২ নং ওয়ার্ডে বিগত ২০১৫ সালে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন এই প্রার্থী। তৎকালীন সময়ে তার প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন আব্দুল জলিল খান।

আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৫টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।গত ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। জাচাই বাছাই ১৯ মে ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। এর পূর্বে গত ২৫ এপ্রিল তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।অপর দিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরই ৬ নং ওয়ার্ডজুড়ে বইছে উৎসবের আমেজ। এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে নুরুল আমিন শেখ বিপ্লব, আব্দুল জলিল খান ও জলিল মুন্সী মনোনয়নপত্র দাখিল করেছেন। উল্লেখ্য, গত ২০২১ সালে গোপালগঞ্জ পৌরসভার পাশর্বর্তী ছয়টি ইউনিয়ন গোবরা, বোড়াশী, লতিফপুর, হরিদাসপুর, দুর্গাপুর ও রঘুনাথপুরের বেশ কিছু এলাকা অন্তর্ভুক্ত করে পৌরসভার আয়তন বাড়ানো হয়। ইতোমধ্যে পৌরসভাকে সম্প্রসারণ করে ৯টি ওয়ার্ড থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সব রাজনৈতিক নেতাদের মনে আশার সঞ্চার হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD