আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো চাঁপাইনবাবগঞ্জের আগুন

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো চাঁপাইনবাবগঞ্জের আগুন

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন তহা বাজারের বিভিন্ন দোকানপাটে লাগা ভয়াবহ আগুন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই আড়াই ঘণ্টার মধ্যে ৩০-৩৫টি দোকান পু্ড়ে ছাই হয়ে যায়। আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে একটি কাপড়ের দোকান থেকে আগুনের উৎপত্তি হয় বলে ধারণা করছে স্থানীয়রা। আড়াই ঘণ্টাব্যাপী দোকানদারদের আর্তনাত ও আগুনের কালো ধোঁয়ায় ভারী হয়ে উঠে আকাশ।

আগুন লাগার পর বাজারের বিভিন্ন কাপড়, মসলা, কেমিক্যালের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। প্রথমে কাজ শুরু করে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়লে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে। এসময় সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আগুনে দোকানপাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একাধিক ব্যবসায়ীর জানান, ফায়ার সার্ভিসের কাজে তাদের ব্যাপক ক্ষোভ রয়েছে। তারা বলছেন, সময়মতো তারা এলে আগুন পার্শ্ববর্তী দোকানসহ বাজারে ছড়িয়ে পড়ত না।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহেদ ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার পর পুরাতন বাজারের আশেপাশে আগুনে অনেক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখানকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হয়েছে। সরকারকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট যোগ দিলে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, কি কারণে ও কোথা থেকে আগুনের উৎপত্তি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনি বলা সম্ভব নয়। এমনকি দোকানগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কীনা, এসব বিষয় তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করা হবে বলেও জানান তিনি।

এ দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়ে একটি দোকানে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে। সন্ধ্যা ৭টা ৪০মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ইলেকট্রনিক ও একটি কীটনাশকের দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD