যশোরে বাক প্রতিবন্ধী যুবক নিহতের ঘটনায় মামলা

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
যশোরে বাক প্রতিবন্ধী যুবক নিহতের ঘটনায় মামলা

বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় শারীরিক ও বাক প্রতিবন্দী যুবক বাপ্পী(২৮) নিহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। বাপ্পী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর খন্দকার পাড়ার গোলাম ফারুক নান্নুর ছেলে।

গোলাম ফারুক নান্নু সোমবার সকালে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা মোটর সাইকেলের চালকের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি বলেন, রবিবার ১৪ ফেব্রুয়ারি সকালে তার শারীরিক ও বাক প্রতিবন্ধী ছেলে বাপ্পী হামাগুড়ি দিয়ে সদর উপজেলার নরেন্দ্রপুর খন্দকার পাড়া কালভার্টের উপর যায়। সেখানে সকাল সাড়ে ১০টার পর বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালক শারীরিক ও বাক প্রতিবন্ধী বাপ্পীকে ধাক্কা মেরে মাথায় আঘাত দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ১১টার পর বাপ্পী মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারেনি।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD