তুমি আছ হৃদয়ে: হেলেন রহমান আঁখি

হেলেন রহমান আঁখি
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
তুমি আছ হৃদয়ে

আমরা চাইলেই পারি না
সবকথা সব সময় বলতে,
সব চাওয়া সব সময়
হয় না পূরণ
চাইলেই যে থাকে
মনের গহিনে, তারে
করা যায় না প্রমান।
এমনও নির্মম সময়
জীবনে এসে দাঁড়ায়
আমরা জানাতে ব্যার্থ হই
নিজ প্রয়োজন আকুলতায়।
যারে মন চায়- মনে মনে
খুঁজে ফেরে অতৃপ্ত জীবন
তারে কাছে দেখেও
যেন অধিকারহীন তার
কাছে হার মানতে হয়।
না মনের কথা সবসময়
যায় জানানো প্রিয়জনকে
শত চাইলেও করা যায় না
চাওয়া-পাওয়া লয়ে বিদ্রোহ।
খুব ভালো লাগে যারে
নাই তার ওপরে
কোন অধিকার,
ভালো লাগে তারে ভাবতে
সারাবেলা সারাক্ষণ
তব তারে বোঝান গেল না!
আচ্ছা! জীবনের হিসেব
এত কেন জটিল!
বলতে পারো সুন্দর মানুষ?
বলতে পারি আর না পারি
তুমি আমার কতটা প্রিয়
তব তুমি আছ হৃদয়ে
এটাই আমার অমূল্য পাওয়া।
চলারপথে মিলেছে তোমার দেখা
সেও বা কম কি বলো
যদি দেখা না হত
তোমার ও…. চাঁদ মুখখানি
বুঝতাম না প্রিয়জনের
মুখ দর্শন এতটা বিমুগ্ধ
আর সমৃদ্ধ করে নিঃস্বজনারেও
বিনা বাক্য ব্যয়ে চলারপথে।
হৃদয়ের ঐশ্বর্য করে ধন্য জীবন
তাতে প্রয়োজন হয় না
সম্পদের মালিকানা কিংবা
অট্টালিকার দখল।

সময়ঃ রাত ০২ঃ৫২ মিনিট
০৬.০২.২০২২


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD