বরিশালের কৃতি সন্তান মারিফ আহম্মেদ বাপ্পীর দুটি জাতীয় পদক প্রাপ্তি

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
বরিশালের কৃতি সন্তান মারিফ আহম্মেদ বাপ্পীর সম্বর্ধনা

মারিফ আহম্মেদ বাপ্পী সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ। আবৃত্তি সংগঠন সংলাপ- বরিশাল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। ভূষিত হলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রবর্তিত বৃষ্টি-দোলা আবৃত্তি পদকে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি -উৎসব-২০২০-২২ এর সমাপনী দিনে ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ পদক তুলে বরেন্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতি আসাদুজ্জামান নূর এম.পি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সম্পাদক আহকাম উল্লাহ।
এছাড়াও ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব-২০২০-২২ উপলক্ষে তিনি ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু আবৃত্তি সম্মাননা স্মারকে। উৎসবের সমাপনী মঞ্চে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
সংলাপ-বরিশাল এর প্রতিষ্ঠাতা ও সভাপতির এমন অর্জনে আবৃত্তি সংগঠন সংলাপ বরিশাল পরিবার আনন্দিত। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদকে। সেই সাথে মারিফ আহম্মেদ বাপ্পীর দীর্ঘ আবৃত্তিময় জীবন কামনা করছি।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD