মায়া: হেলেন রহমান আঁখি

হেলেন রহমান আঁখি
দক্ষিণ বাংলা শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
মায়া: হেলেন রহমান আঁখি

এমন হওয়া তো ভালো নয়
মনের বড় দুরবস্থা চলছে
নিরবে নিভৃতে একাকী সংগোপনে।
মন যারে বাসে ভালো,
মনের যারে লাগে ভালো
তারে পেতে চায় শয়নে- স্বপনে
ঘুমে- জাগরণে,বড় অসময়ে।
সে কতটা বোঝে
আমার প্রয়োজন- কে জানে!
শুধু কেন যে তারে মনে পড়ে
অকারণ কেবল তারেই ভাবছি
জানি নে – সে কি আসবে
আমার টানে ছায়া ফেলতে
আমার মনের আঙিনায়!
নাকি সে দেখে দেখে
আমার ব্যাকুলতা তার জন্য
দূরে সরে থাকবে
নির্বাক হয়ে খেয়ালীপনায়!
কেন সে বোঝে না
তারে ভেবে সময় আমার কাটে
বড়বেশি মৌনতায়,
কেন সে চায় না বুঝতে
তাকে ভালোবেসে খুঁজে ফেরে
আমার পিয়াসী হৃদয়।
তার জন্য প্রতীক্ষা করে
কাটে রাত নির্ঘুম,
তার জন্য অস্থিরতা
পেয়ে বসেছে আজ আমায়।
তার মায়াকে করে পুঁজি
মন আমার অগোছালো আজ,
কি করে বোঝাই
এলে সে ফিরে
আমার মনের বন্দরে
নিজেকে ফিরে পাব নিজে
আবার হব পরিপূর্ণ
তার প্রাপ্তিময় প্রত্যাবর্তনে
চলারপথে এরচেয়ে আমার জীবনে
বড় কোন সত্য নাই।

সময়ঃ রাত ১২ঃ৩৬ মিনিট
০৫.০১.২০২২


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD