বালিকা, এভাবে তাকিও না

বদরুল ইসলাম মাসুদ
দক্ষিণ বাংলা সোমবার, ২৯ জুন, ২০২০
বালিকা, এভাবে তাকিও না

বালিকা, এভাবে তাকিও না

বালিকা, চোখে কি মায়া ছড়াও
যাও হে বলি
না বলে যেও না চলি’
এ চোখের মায়ায়
কত পথিক হারায়
কি কহিতে চাহে এ চোখ
চেয়েই থাকো, পড়ে না পলক-অপলক!

বালিকা, চোখের মায়ায় হারাতে মন চায়!
চোখের সে ভাষা, কত ‘না বলা ভাষা’
চাতক হয়ে যায় মন, উড়ে যখন তখন
মনের ছায়ায়, বালক পথ হারায়
হারাতে হারাতে হয়তো তোমাতেই ফিরে যায়,
অমন চোখের মায়ায় কি যাদু আছে
তাই বার বার ফিরে যেতে মন চায় তোমারই কাছে!

বালিকা, তোমার চোখের মায়ায়
কত কবি রচে যায় গান ও কবিতা
কত শিল্পী এঁকে যায় তুলির পরশে
মনের মাধুরী মিশিয়ে, একান্ত নিরালায়
বালিকা, কি বলিতে চাহে এ চোখ
এভাবে তাকিওনা, হারাবে বালক
নিপবনে আনমনে কবি অপেক্ষায়, যেন চাতক!

তারপর হয়তো রচিবে কবিতা,
কোনো বালক,
চোখের ভাষায় কবিতারা হারায়...
হারায় রাতের জোছনা...
বালিকা, চোখের নাচন বোঝা যে দায়
কবিও ভাবে, ভাবে নিরালায়-জনসমুদ্রে
ভেবে ভেবে সময় যায়, চোখের ভাষা বোঝা যে দায়!!

অপলক চেয়ে থাকা, বালিকা কি বলিতে চাও?
বারেক পিছে তাকাও, হাত বাড়াও
আকাশে উড়ে যায় সাদা মেঘ
ছুঁয়ে দেখো, মেঘের দেশে যাও হারিয়ে
বালিকা, অমন করে তাকিও না
হয়ে যাবে সব লুটপাট
চোখের নাচনে, নেচে যায় পথ-ঘাট,

বালিকা, চোখের কাজল, ঠোঁটের নাচন
বেণীর ফিতা, চুলের ক্লিপ, কানের রিং
মেঘকালো চুল উড়ে যায় আকাশে
হাসির ঝলকে, চোখের পলকে
টোল পড়া চিবুক, মন হারায়- কোন মায়ায়!
বালিকা, একটু দাঁড়াও, একটু তাকাও
বলে যাও, কি আছে চোখের ভাষায়?

ঘুম হারায়, কোন তারায়
কবিতারা আজ উড়ায়েছে ডানা
কবিতার হবে হয়তো চাষ,

ঘুমেরা তাই আজ পালিয়ে যায়
সাদা মেঘ হয়ে দূর আকাশে
কবিতারা কোথায় করে বসবাস?

বালিকা, চেয়ে থাকো অপলক, পড়ে না পলক!
কোন মায়ায়, কে যে হারায়
দূর সীমানায়, মন যে কোথায় যায়!

কে জানে- কোনখানে, মন জানে?
উদাস কবি, আঁকে ছবি কবিতায়-নির্দ্বিধায়
মন হারায় কোন মায়ায়, কোন অজানায়?

চোখের মায়ায়, চোখের তারায়-মন হারায়
উদাস মনে, মনের কোণে
আঁকে ছবি, কোন সে কবি!

বালিকা, অপলক চোখে-চেয়ে যে থাকো
মনের মাঝে, আছে কি যে!
হয় না বলা, না বলাই থাক,

আকাশ পানে, উদাস মনে কাহার সনে
বলছো কথা-আপন মনে, সঙ্গোপনে!
চোখের ভাষা বোঝার আশা
হয় না বোঝা, হয় না জানা, ভাবছে কবি নিরজনে।

বালিকা, এভাবে তাকিও না
কি কহিতে চাও, বলে যাও
বালিকা, অপলক চোখ মনের নাচন,
হারায় কবি, মন উচাটন- যখন তখন, উদাস এ মন
হারায় সব-ই! চোখের ভাষা, বোঝে না ভাষা
সকাল-দুপুর বাজে নুপুর, বুকের মাঝে সন্ধ্যা সাঁজে
বালিকা, চেয়ে থাকো অপলক, পড়ে না পলক।বালিকা, এভাবে তাকিও না


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD